1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই পটুয়াখালী -৩ আসনে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন মোঃ আকমল হোসেন ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হলো দুই তরুণ নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন

পাটগ্রামে স্ত্রী রেখে,বিবাহিত মেয়ের সঙ্গে পরকিয়া স্বামী বিরুদ্ধে আদালতে মামলা করল স্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদাতা :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কুচলিবাড়ী ইউনিয়ন এ ঘরে স্ত্রী রেখে বিবাহিত নারীর সঙ্গে পরকীয় ও যৌতুক এ-র জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এনে আদালত এ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্ত্রী।উল্লেখ্য যে পাটগ্রামে কুচলিবাড়ী ইউনিয়ন এর ৬ নং এর মাস্টার পাড়া এলাকার রোমান প্রবাসি আলহাজ্ব রেজাউল করিম (রেজার) পুত্র বিবাদী মো: রোকনুজ্জামান শিপন (২২) এর সাথে গত প্রায় ১ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ঘর সংসার করিয়া আসিতেছে মোছা: সাথী আক্তার সিন্তী,(১৯) বিবাহের পর হইতে তার শাশুড়ী ও ননদ এর প্রচারণায় প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছে তার স্বামী শিপন। এমত অবস্থায়, ২০ এপ্রিল শিপন নেশা গ্রস্ত হয়ে বাড়িতে এসে সাথীর বাবা নিকট ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ বিভিন্ন আসবাবপত্র দাবি করে তা না-হলে তার পরকিয়া প্রেমিকা রিয়াকে বিবাহ করতে অনুমতি চেয়ে এলোপাতাড়ি মারপিট করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানে ঝুলায় এমত অবস্থায় তার শশুর শাশুড়ী এসে উদ্ধার করে,।পরে সাথী আক্তার অজ্ঞাত অটগাড়ি যোগে বাবার বাড়িতে যান।এদিকে সেই পরকীয়া প্রেমিকা রিয়া শিপন ও তার মায়ের দিকনির্দেশনা সাথিরা সাথে করে দেন মোহরের দেন-দরবার।এবিষে ভুক্তভোগী সাথী জানান পূর্বে তার বাবা ১ টি মোটরসাইকেল,দুই লক্ষ টাকা এবং একটি গরু খুব কষ্ট করে যৌতুক হিসেবে দিলে,তাদের মন ভরেনি এখন আর ৫ লক্ষ্য টাকার দাবি করেন তার শাশুড়ী। টাকা বা কোন কিছু দেওয়ার অপরোগত জানালে স্বামী, শাশুড়ী ননদ সকলে মিলে মার ডাল সহ বিভিন্ন নির্যাতন করে এবং পরকীয় করার বাধা নিষেধ করলে প্রাণে মারার হুমকি দেয় এসব বিষয় শাশুড়ী কে জানালে তিনি বলে সেই ঐ মেয়েকে বিয়ে করুক তোমাকে আমরা অন্য কোথাও বিয়ে দিব।
এবিষয়ে তার শাশুড়ী শিউলি বেগম বলেন পরকীয়া তো আমিও করি তাতে সমস্যা কি। এবিষয়ে বিবাদি শিপন এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓