1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা নেছারাবাদে ইয়াবা সেবন: কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ঈদের শেষ দিনে পবিপ্রবি ছাত্রশিবিরের চমকপ্রদ আয়োজন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি কুরবানি, কুরবানির গোশত বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজ আয়োজন করেন। সোমবার (৯ জুন)  ঈদের শেষ দিন পবিপ্রবি ছাত্রশিবির উক্ত কর্মসূচি পালন করেন।কর্মসূচির প্রথমেই গরু এবং ছাগল কুরবানি করা হয়।পূর্ব থেকে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ১৫২ জন এবং তালিকার বাইরে উপস্থিত ২৫ জনকে কুরবানির গোশত বিতরণ করা হয়।মুসলিম ধর্মাবলম্বীদের গরুর গোশত এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ছাগলের গোশত বিতরণ করা হয়।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজ এবং ডিউটিরত নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান,পবিপ্রবি গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন সহ  পবিপ্রবি ছাত্রশিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। পবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আলহামদুলিল্লাহ কুরবানি, কুরবানির গোশত বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করতে সক্ষম হয়েছে।বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসনে আমাদের এই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। আশা করি, ইনশাআল্লাহ সামনের দিনেও পবিপ্রবি ছাত্রশিবির তাদের এই আয়োজন অব্যাহত রাখবে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ছাত্রশিবিরের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো ভালো কাজের সাথে আছি। এমন আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা উচিত ছিল যেটা ছাত্রশিবির করছে।আগামীবার আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজনের চেষ্টা করবো। পবিপ্রবি গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ বলেন, কুরবানির শিক্ষায় মূলত ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া।ছাত্রশিবিরের এমন আয়োজন যেন সেই ত্যাগেরই বহিঃপ্রকাশ। পরিবার ছেড়ে এসে তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।তাদের এমন ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓