1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ঈদের শেষ দিনে পবিপ্রবি ছাত্রশিবিরের চমকপ্রদ আয়োজন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি কুরবানি, কুরবানির গোশত বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজ আয়োজন করেন। সোমবার (৯ জুন)  ঈদের শেষ দিন পবিপ্রবি ছাত্রশিবির উক্ত কর্মসূচি পালন করেন।কর্মসূচির প্রথমেই গরু এবং ছাগল কুরবানি করা হয়।পূর্ব থেকে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ১৫২ জন এবং তালিকার বাইরে উপস্থিত ২৫ জনকে কুরবানির গোশত বিতরণ করা হয়।মুসলিম ধর্মাবলম্বীদের গরুর গোশত এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ছাগলের গোশত বিতরণ করা হয়।এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজ এবং ডিউটিরত নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান,পবিপ্রবি গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন সহ  পবিপ্রবি ছাত্রশিবিরের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। পবিপ্রবি ছাত্রশিবির সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আলহামদুলিল্লাহ কুরবানি, কুরবানির গোশত বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করতে সক্ষম হয়েছে।বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসনে আমাদের এই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। আশা করি, ইনশাআল্লাহ সামনের দিনেও পবিপ্রবি ছাত্রশিবির তাদের এই আয়োজন অব্যাহত রাখবে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ছাত্রশিবিরের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো ভালো কাজের সাথে আছি। এমন আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা উচিত ছিল যেটা ছাত্রশিবির করছে।আগামীবার আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজনের চেষ্টা করবো। পবিপ্রবি গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ মামুন-উর-রশিদ বলেন, কুরবানির শিক্ষায় মূলত ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া।ছাত্রশিবিরের এমন আয়োজন যেন সেই ত্যাগেরই বহিঃপ্রকাশ। পরিবার ছেড়ে এসে তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।তাদের এমন ভালো কাজের ধারা অব্যাহত থাকুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓