নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের শ্রীনগরের মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির ঈদ পরবর্তী সাংগঠনিক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৪ জুন বিকাল ৪ টার দিকে উপজেলার দেউলভোগ মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির অস্থায়ী কার্যালয়ে সহসভাপতি আবু নাসের লিমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম মাইজভান্ডারি এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের উন্নয়ন ও বিভিন্ন কর্মসুচি এবং করনীয় বিষয়ে উপস্থিত অনেকে বক্তব্য রাখেন। এ-সময় উপস্থিত ছিলেন সহসভাপতি চাকলাদার তানজিল হাসান, সুমিত সরকার সুমন,আমিরুল ইসলাম নয়ন,শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মোয়াজ্জেম, কোষাধক্ষ্য মো: মিঠু তালুকদার প্রমুখ।