নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান অটোরিক্সা ধাক্কায় পুলিশ সদস্য সহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন ভবেরচর হাইওয়ে পুলিশ সদস্য মেহেদী হাসান এবং দুইজন পথচারী উপজেলার পুরাচক বাউশিয়া গ্রামে মৃত.উমর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও একই গ্রামের মোস্তফা মিয়ার স্ত্রী আকলিমা বেগম (৬০) আহত হয় আহতদের মধ্যে থেকে আনোয়ারা বেগম ও আকলিমা বেগমকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আকিজ ইস্পাত মিল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, উপজেলার দড়ি বাউশিয়া থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে আসার সময় আকিজ ইস্পাত মিলের সামনে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ থামার জন্য নির্দেশ করলে অটো চালক নির্দেশনা অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক পারাপার হওয়া পথচারী ও দাড়িয়ে থাকা পুলিশের উপর উঠিয়ে দিলে তিন জন আহত হয় ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওকত হোসেন জানান, মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান বন্ধে অভিযান পরিচালনা করার সময় একটি অটোরিকশাকে থামার জন্য নির্দেশ করলে অটোচালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্য মেহেদী হাসান সহ দুইজনকে ধাক্কা দিয়ে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।