1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত।বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও উৎসব আয়োজন করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, জাম, লটকন, তরমুজসহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর ফল। রঙিন বেলুন, ফলের ঝুড়ি আর নানান সাজসজ্জায় অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আনন্দময় পরিবেশে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়ায়। এটি কেবল একটি উৎসব নয়, আমাদের জন্য একটি আনন্দময় শেখার অভিজ্ঞতা। এমন উৎসব শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা আরো আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।পিরোজপু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, মৌসুমী ফল উৎসবের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ও মৌসুমী ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফল খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানো। এতে শিক্ষার্থীরা যেমন পুষ্টির গুরুত্ব বোঝে, তেমনি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথেও আরও গভীরভাবে যুক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓