পিরোজপুর প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে জেলা পর্যায়ে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রীস আলী আযিযীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন ও গ্রাফিতিতে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত করে শিক্ষার্থীরা। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্হান অর্জন করে কাউখালী উপজেলার সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্হান অর্জন করে একই উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্হান অর্জন করে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্হান অর্জন করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় ভান্ডারিয়া উপজেলার মাজেদা বেগম মহিলা কলেজ ও তৃতীয় কাউখালী উপজেলার দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।