আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গলাচিপার সকল শহীদের সমাধিস্থলে একযোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় একযোগে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আমখোলা ইউনিয়নের শহীদ মো. জাহাঙ্গীর খান এঁর সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও আমখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফোরকান মোল্লা।একই সময়ে কলাগাছিয়া ইউনিয়নের শহীদ মো. রাব্বি এঁর সমাধি স্থলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আকরামুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, চিকনিকান্দি ইউনিয়নের শহীদ মামুন হাওলাদারের সমাধি স্থলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডাকুয়া ইউনিয়নের শহীদ সাগর গাজীর সমাধি স্থলে মেরিন ফিসারিজ অফিসার মো. মাহমুদুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নিয়াজ হোসেন, পানপট্টি ইউনিয়নের শহীদ মো. আতিকুল ইসলামের সমাধি স্থলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাহিদ হোসেন,চরকাজল ইউনিয়নের শহীদ মো. রাসেল মাহমুদ এঁর সমাধি স্থলে কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসেম আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিচুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।