নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পক্ষাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা. প্রশিক্ষণের সনদপত্র ক্রেস্ট বিতরণ ও গাছ বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামসেদ আলী, ঊষা যুব উন্নয়ন সংগঠন সাধারণ সম্পাদক আতিক হাসান, তারেক আহমেদ, পারভিন নাহার কনিকা, সোহেল রানা, ডাঃ বায়োজিত প্রমুখ। যুবতী ও যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদ ক্রেস্ট ও একটি করে গাছ বিতরণ করা হয়।