নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ রোজ বুধবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা ঈশ্বরদী উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সভানেত্রী মিসেস রোকেয়া হাশেম নের্তৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।এই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মিসেস রোকেয়া হাসেম তিনি বলেন বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।তিনি আরো বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। তিনি আরো বলেন, আগামী দিনে তারেক জিয়ার নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। ইতোমধ্যেই তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এ দেশের মানুষের আস্থা অর্জন করেছে, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয় হিসেবে দেখতে চায়।মিসেস রোকেয়া হাসেম তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে আর কোনো কুচক্রী রাজনীতির দোসর, এবং ষড়যন্ত্র কারীরা ষড়যন্ত্র যেন না করতে পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। পরিশেষে তিনি বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদিকা সকল নেতৃবৃন্দ, মোড়াডলি ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা দাশুড়িয়া ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান, পাকশী ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা ছন্দা খাতুন,পৌর মহিলা বিষয়ক সম্পাদিকার, ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদিকা সকল নেতৃবৃন্দ এই সময় উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করে।