নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহে সামাজিক যোগাযোগ মাধ্যমেের যথাযথ ব্যবহার ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা মূলক সভা ও বাইসাইকেল বিতরণ করেন উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা,গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ প্রমুখ।এ সময় জেলা প্রশাসক ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।