1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

‘ভূখা মিছিল’ এর প্রতি একাত্মতা প্রকাশ পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার শিক্ষকদের

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার শিক্ষকরা। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় অনির্দিষ্টকালের কর্মবিরতি আন্দোলনের অংশ হিসেবে থালা বাটি হাতে নিয়ে ‘ভূখা’ মিছিলের সমর্থন জানান শিক্ষকরা। তারা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদন্ডকে শক্ত করছি। কিন্তু নিজেদের জীবনের নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনো অধরাই। বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এখন খালি থালা হাতে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই। এটি শুধুই প্রতিকী প্রতিবাদ নয়, এটি আমাদের বঞ্চনার কান্না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও সহকারী মৌলভী, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সহকারী মৌলভী, আসমা খাতুন, এইচএম মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন কলি, রুমা খানম, সুফিয়া খাতুন, শহিদুল ইসলাম,কবির হোসাইন, মাহমুদা আক্তার, নাফিজ ইমতিয়াজ, ইবতেদায়ী প্রধান, আমিরুজ্জামান খান, ইবতেদায়ী শিক্ষক ফাহিমা খাতুন, সালমা খানম, জামিলা খানম, হোসনেয়ারা মনি, সুমাইয়া ইসলাম, আরিফা খানম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓