
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দর অর্থনীতির জন্য লাইফ লাইন মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আজ রবিবার এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের বড় প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে প্রযুক্তিগত সক্ষমতার দীর্ঘ দিনের ঘাটতি রয়েছে। কিছু কিছু মানুষ স্বার্থ সিদ্ধি করার জন্য বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের দেওয়ার পাঁয়তারা করছে। তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ (এনসিটি) কোনো স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী, শ্রমিক ও বন্দর নির্ভর মানুষের জীবিকার জন্য হুমকি স্বরূপ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বন্দর পরিচালনার মতো জাতীয় স্বার্থ জড়িত চুক্তি শুধু নির্বাচিত সরকারই করতে পারে। ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় আগেই এমন সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক।