নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ান ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা আসনের মেম্বার এবং আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নার্গিস আক্তার আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটের সময় ভেড়ামারা শহরের আল-হেরা একাডেমির সামনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকটে দোয়া কামনা করা হয়েছে।উল্লেখ্য নার্গিস মেম্বার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।