1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার  নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুমূর্ষু এক মা’কে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিব

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

মুমূর্ষু এক মা’কে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার ৬ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার রংধনু জেনারেল হাসপাতালে গিয়ে রওশন আরা (৫৫) নামে এক মুমূর্ষু মা’কে রক্ত দেন তিনি।জানা যায়, রওশন আরার বাড়ি ত্রিশাল উপজেলার ধলা এলাকায়। ওই এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী তিনি।৪-৫ দিন আগে তিনি ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামে তার পুত্র রাসেলের শ্বশুড় আলমগীর হোসেনের বাড়িতে বেড়াতে আসেন।আসার পর জরায়ুতে টিউমারজনিত রোগে তীব্র ব্যথা শুরু হয়।এরপর তার পুত্রবধূ তুপসী তাকে ফুলপুর রংধনু হাসপাতালে নিয়ে যান।সেখানে নেওয়ার পর ডাক্তার জানান যে, বি+ রক্ত লাগবে রোগীর। পরে ‘ফুলপুর হেল্পলাইন’ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. হাসিবুল ইসলাম ‘বি+ রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন।তিনি লেখেন, ‘একজন মুমূর্ষু রোগীর জন্য ইমার্জেন্সি এক ব্যাগ বি+ রক্তের প্রয়োজন। আছেন কি কেউ, বি+ রক্ত দিতে পারবেন, প্লীজ?’ এই স্ট্যাটাসটি ফুলপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নজর আসে। পরে তিনি এতে কমেন্ট করে বলেন, ‘হ্যাঁ, কার লাগে? আমি দিব।এই নাম্বারে ০১৭৫২৩৫৩৪১৯ ফোন দেন।’ এরপর হাসিব ফোন করলে তিনি দ্রুত রংধনু হাসপাতালে চলে যান এবং রক্তদান করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের প্রশংসা করছেন মানুষ।এ ব্যাপারে হাবিব বলেন, একজন অসুস্থ মায়ের জীবন বাঁচাতে সামান্য রক্ত দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আজীবন সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓