নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঐতিহ্যবাহী বাউশিয়া মোহাম্মদ আজহার উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শিরীন রহমান বীথির সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত।বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের দাতা সদস্য ও অবিভাবক সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।প্রথমে বিদ্যালয়ের দাতা সদস্য আমিনুর রহমান হারুন সিকদার, সাবেক পরিচালনা পর্ষদের সদস্যরা পর্যায়ক্রমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হণ নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে। পরে নতুন অবিভাবক সদস্যদের সাথে পরিচয় পর্ব শেষে বিদ্যালয়ের সর্বিক বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।সভা শেষে সভাপতি শিরীন রহমান বীথি বলেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাবো এসময় তিনি বিদ্যালয় পরিদর্শন করেন।সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত অবিভাবক সদস্য সেলিম মিয়া, এমদাদুল হক, মুহাম্মদ শোখ ফরিদ নয়ন, হারুন অর রশিদ ভুঁইয়া।সংরক্ষিত নারী অবিভাবক সদস্য সাবিকুন নাহার, বিদ্যাউৎসাহী সদস্য ব্যাংক কর্মকর্তা হারুন অর রশীদ প্রমূখ।