বিশেষ প্রতিনিধি :
পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর মহল্লার বাসিন্দা, পৌর সভার ০৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ও মঠবাড়িয়া পুলিন বিহারী সাওজাল (৭৫) আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সবুজ নগর মহল্লায় পারিবারিক সমাধিতে তাঁকে সমাহিত করা হয়।তাঁর মৃত্যুতে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ নেতারা, উদীচী শিল্পী গোষ্ঠী ও মঠবাড়িয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।