1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ মঠবাড়িয়ায় মেয়ে হত্যার বিচারের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বাবার অনশন কাউখালী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ইন্দুরকানিতে বিয়ের দাবিতে ৯ দিন ধরে প্রেমিকের বাড়িতে হিন্দু তরুনীর অনশন গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কামরুজ্জামান শিক্ষকদের কর্মবিরতি গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে তারাকান্দা র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রকিবুল হাসানের মতবিনিময় কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি আবুল বাশার আকন্দ

মেঘনায় নিখোঁজ শিশু সোহান উদ্ধার, আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু সোহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনার চর এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনা থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নেয়। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আব্দুল আজিজ মিয়া, এসআই সুমন মিয়া ও এএসআই আল মামুন জিহাদী এবং কনস্টেবল জাহাঙ্গীর আলম অভিযানে যান। টানা অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে শিশুটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হাসান আহমেদ উপজেলার পাড়ারবন গ্রামের রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সুমন মিয়ার ছেলে সোহান নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা করা হয়। পরে পুলিশকে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামান আমাদের এই প্রতিনিধিকে বলেন, “পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। একাধিক জায়গায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া আরও একজনকে সনাক্ত করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন- উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও স্বজনরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (২২ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓