1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

জাহাজে ৭ খুনের দায়ে সাত দিনের রিমান্ডে ইরফান

  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আল বাখেরার সাত স্টাফকে হত্যার দায়ে গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো: কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এ সময় আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে র‌্যাব সদস্যরা তাদের হাতে গ্রেফতার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।জিআর ১৬৬/২৪ মামলা তদন্ত কর্মকর্তা (আইও) নৌপুলিশের পরিদর্শক মো: কালাম জানান, আকাশ মণ্ডল ওরফে ইরফানকে বুধবার আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালতের বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।তিনি জানান, জুয়েলের গলাকাটা থাকায় তিনি কথা বলতে পারেননি। ঘটনার বিবরণ দিতে পারেননি। তিনি সুস্থ হলে ডাকাতদল দেখলে চিনবে বলে ইশারায় জানান। তবে জুয়েলের সাথে ইরফান নামে আরেকজন ছিল বলে তিনি লিখে জানান। এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, ‘নানা ধরনের বৈষম্যের কারণে এমভি আল বাখেরা জাহাজের মাস্টার কিবরিয়ার ওপর ক্ষোভ ছিল তার। সেই থেকে প্রথমে মাস্টার কিবরিয়াকে হত্যার পর অন্যদেরও হত্যা করেন।তবে কেবল গলার শ্বাসনালিতে আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল নামে একজন। আর যে সাত জন মারা যান তাদের দু’ জনের বাড়ি মাগুরা, দু’ জনের নড়াইল, দু’ জনের ফরিদপুর এবং একজনের মুন্সিগঞ্জে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓