1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু আটক ফুলপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের সম্প্রতি কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন পিরোজপুরে কৃষকদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা-পুলিশের যৌথ অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার ফুলপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবু হানিফ (৪৬) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় পটুয়াখালী জেলার দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ও মনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ আবু হানিফ নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন।  ওই স্থানের শামীম শিকদারের বাড়ির সামনে কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে রাস্তার পাশে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী দিক থেকে বরিশাল গামী মোহাম্মদ আবু হানিফের মোটরসাইকেলের (বরিশাল-মেট্রো-ল ১২৬৩৮৩) ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অঃ দাঃ) অধ্যাপক মোঃ আব্দুল লতিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।উল্লেখ্য যে, আবু হানিফ একাধারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ শোক প্রকাশ করে বলেন, মোহাম্মদ আবু হানিফের মৃত্যুতে আমরা সকলে খুবই শোকাহত। তার এই অকাল দুর্বিষহ মৃত্যু কোনো ভাবেই কাম্য নয়। হায়াত শেষ হওয়ায় মহান আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করেছেন। তার পরিবার এবং স্বজনদের শোক কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন এই দোয়া রইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓