1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুর এলজিইডিতে দুদকের অভিযান পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন কাউখালীতে কীটনাশকের অপপ্রয়োগ রোধে কীটনাশক বিক্রিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদে জরুরী ভিত্তিতে একজন ইমাম নিয়োগ দেয়া হবে কাউখালীতে কায়েদ ছাহেব হুজুরের ১৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পিরোজপুরে রিক আয়োজিত জেন্ডার ইস্যুতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ মুন্সীগঞ্জ উত্তর ইসলামপুর মধ্যেপাড়া ঐক্য সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় উপজেলা বিএনপির পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

নববর্ষ মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, আর বাঙালির চিরাচরিত ঐতিহ্যের এক উজ্জ্বল উৎসব। আজ পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে ভেড়ামারা উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন দলটির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সকালের নরম রোদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী একত্রিত হয় সেই সাথে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসী, এলাকাবাসীসহ সবাই মিলিত হন উপজেলা প্রাঙ্গণে।র‍্যালিতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি আর ঐতিহ্যকে জীবন্ত করে তোলার লক্ষ্যে ছিলো এক মনোমুগ্ধ আয়োজন। বিশেষ আকর্ষণ ছিলো — গরুর গাড়ি আর মহিষের গাড়ি সেই সাথে ছিল গ্রাম বাংলার ঐতিহ লাঠি খেলা। কোলাহলমুখর গ্রাম্য পরিবেশে যেন এক টুকরো পুরনো দিনের বাংলাদেশ ফিরে এসেছিল এই র‍্যালিতে। বিএনপি নেতাকর্মীদের মধ্য ঐতিহ্যবাহী পাঞ্জাবি, ফতুয়া পরিধান করে র‌্যালিতে অংশ নেয়। হাতে হাতে ছিল বৈশাখী ব্যানার, কাগজের ফুল, মুখোশ আর শোভাযাত্রার গান। র‍্যালিটি ভেড়ামারা দলীয় কার্যালয় অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রাঙ্গণ অবস্থান করে। এবং সেখানে লাঠি খেলায় মেতে উঠে স্থানীয় লোকজন। পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনও এই উৎসবের আনন্দে গলা মিলিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানায়। এই নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল লাঠি খেলা সেই সাথে ছিল গরুর গাড়ি আর মহিষের গাড়ির চলাচলে শিশুরা যেমন উচ্ছ্বসিত ছিল, তেমনি বিএনপি নেতা কর্মীদের মধ্যে চোখে ছিল এক টুকরো পুরনো দিনের স্মৃতির খেলা।এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা উপজেলা শাখা সকল নেতাকর্মীর কেবল নতুন বছরের আনন্দই ভাগাভাগি করেনি, বরং গ্রামের ঐতিহ্য আর শিকড়ের সঙ্গে নিজেকে আরও একবার গভীরভাবে যুক্ত করার সুযোগ পেয়েছে।পহেলা বৈশাখের এই রঙিন র‍্যালি সবাইকে মনে করিয়ে দিয়েছে — বাঙালির সংস্কৃতি শুধুই শহরের দেয়ালে বন্দি নয়, গ্রাম বাংলার মাটিতেই এর আসল প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓