1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে যুবদলের শোভাযাত্রা ও আনন্দ মিছিল কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড গজারিয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৪ গজারিয়া মহাসড়কে অটোরিক্সা ধাক্কায় পুলিশ’সহ আহত-৩. বাংলাদেশ রিপাবলিকান বিআরপি নির্বাহী কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়া মেঘনা ঘাট নদী বন্দরের নতুন ইজারাদার এর মিলাদ ও দোয়া মাহফিল ময়মনসিংহের ফুলপুর ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টার ভিডিও ভাইরালের ঘটনার ৫ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ঘন্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।তিনি আরো জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। প্রসঙ্গত, সোমবার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মোহাম্মদ রবিউল আলম অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসের শ্রীনগরের ছন্দারি মোড়ে চাপ থাকায় বাম পাশের দিয়ে নেমে চলতে থাকেন।সে সময় ষোলঘর এলাকায় কিছু ছনের আটি দিয়ে তৈরি করা একটি বেরিকেড দেখতে পান।২টার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সঙ্ঘবদ্ধ ডাকাত দলেন সদস্যর। এ ঘটনা ধরা পড়ে ড্যাশক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে ডাকাতি চেষ্টার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে আলোচনায় তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓