1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে যুবদলের শোভাযাত্রা ও আনন্দ মিছিল কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড গজারিয়ায় তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৪ গজারিয়া মহাসড়কে অটোরিক্সা ধাক্কায় পুলিশ’সহ আহত-৩. বাংলাদেশ রিপাবলিকান বিআরপি নির্বাহী কমিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়া মেঘনা ঘাট নদী বন্দরের নতুন ইজারাদার এর মিলাদ ও দোয়া মাহফিল ময়মনসিংহের ফুলপুর ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছেংগারচর পৌর ছাত্রদলের পানির বোতল ও স্যালাইন বিতরণ কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার! দায়িত্বে অবহেলার অভিযোগে কাউখালীর দুই শিক্ষক বহিস্কার

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পরীক্ষা শেষের দেড় ঘন্টা পর এক পরিক্ষার্থীর বাড়ি থেকে পরিক্ষার উত্তর পত্র উদ্ধার। এ ঘটনায় ওই কক্ষে দায়িত্বে থাকা দুই কক্ষ পরিদর্শক কে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন কাউখালী উপজেলার শিয়ালকাঠি মিলনসংঘ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীলা রানী ও জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন। ঘটনাটি মঙ্গলবার (১৩ মে) এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষায় উপজেলার বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে। জানাযায়, গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রের পরিক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রের ১০ নম্বর কক্ষে উপজেলার হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাফিজুল রানা, রোল নাম্বার ২২৫৭৬১, রেজিষ্ট্রেশন নাম্বার ২২১৫১৪৩১২০ পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে সে উত্তরপত্র কক্ষ পরিদর্শকের কাছে জমা না দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়িতে চলে যায়। পরীক্ষা শেষে ওই কক্ষের খাতা গুনে দেখা যায় একটি উত্তরপত্র অনুপস্থিত। বিষয়টি পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা বুঝতে পেরে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিদ্যালয়ের শিক্ষককের সঙ্গে যোগাযোগ করেন এবং তার ঠিকানা সংগ্রহ করেন। পরে পুলিশ ও শিক্ষকরা পরিক্ষা শেষে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর উত্তরপত্র উদ্ধার করে কেন্দ্রে নিয়ে আসেন। এ বিষয়ে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আবু নাসের জানান, বিষয়টি যদিও ভুলবশত হয়েছে। উত্তর পত্র অবশ্যই বোর্ডে জমা দিতে হয়। সে ক্ষেত্রে ওই কক্ষের দায়িত্ব প্রাপ্তরা কেন উত্তর পত্র গুনে রাখেনি সে বিষয়ে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সংক্রান্ত তথ্য তার কাছে নেই।এধরণের কিছু হয়ে থাকলে সেটা ইউএনও স্যার দেখবেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার জানান, দায়িত্বে অবহেলার কারনে ওই কক্ষের দুই পরিদর্শক কে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓