1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত ‎বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ‎ ‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ মুন্সীগঞ্জে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া সহ ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কাউখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন নেছারাবাদে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার নেছারাবাদ আইডিয়াল ইনিস্টিউটের ভর্তি ফরম বিতরণ শুরু গজারিয়া মামলা থেকে বাঁচতে ঘোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনার অভিযোগ

নওগাঁ থানায় হেফাজতে থাকা ট্রাংক ভেঙে এইচএসসি প্রশ্নপত্র চুরি: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে রাখা ট্রাংক ভেঙে আসন্ন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার একটি বিষয়ের প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুন) জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে। অপর দুই সদস্য হলেন— অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।একাধিক ছবিতে দেখা গেছে, ধামইরহাট থানায় হেফাজতে থাকা সিলগালা ট্রাংকের দুটি তালা নেই। ট্রাংকের ভেতরে থাকা ‘ইসলামের ইতিহাস’ বিষয়ের এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক জানান, সম্প্রতি বড়থা বাজারে ছাগল ব্যবসায়ী উজ্জল হোসেন হত্যা মামলার আসামি সাগর হোসেনকে মঙ্গলবার রাতে আটক করে থানায় আনা হয়। তাকে থানায় রেখে হাতকড়া পরা অবস্থায় রাখা হলে, সে সময়েই ট্রাংকে থাকা প্রশ্নপত্রগুলো বের করা হয় বলে দাবি করেন ওসি। তবে আসামির কাছ থেকে কীভাবে ট্রাংকের তালা খোলা হলো কিংবা কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে— সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, “ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। আমার অনুপস্থিতিতে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে অংশ নেন। সেখানে আমাকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে। যত দ্রুত সম্ভব প্রতিবেদন তৈরি করে জেলা প্রশাসক মহোদয়কে জমা দেওয়া হবে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, “তদন্ত প্রতিবেদন জমার জন্য নির্ধারিত সময়সীমা না থাকলেও আমরা অতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓