1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু গজারিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু আটক ফুলপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের সম্প্রতি কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন পিরোজপুরে কৃষকদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনায় লেবার পার্টির সমাবেশে ডাঃ ইরান গনহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ করতে হবে

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি গনতন্ত্র মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গনহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা দেশের মানুষকে গণহত্যা করেছে তাদের বাংলার মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই। শেখ মুজিব গনতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছে। হাসিনা গনতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদ কায়েম করেছিল।শাপলা চত্বর, পিলখানা হত্যাকান্ড ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে গনহত্যার চালিয়েছে। লাখ লাখ মামলা দিয়ে বিএনপি ও লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক শক্তির নিচিহৃ করার অপচেষ্টা করছে। তাই অবিলম্বে প্রধান উপদেষ্টার লন্ডন ঘোষণার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। শনিবার ( ১২ ই জুলাই) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর লেবার পার্টি আয়োজিত রক্তাক্ত জুলাই অভ্যুত্থান স্মরনে মহানগর প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের শত্রু। জনগণের মুক্তি ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।তিনি বলেন, লুটপাট, দুর্নীতি, গুম-খুনের রাজনীতি চিরতরে বন্ধ করে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনাই আমাদের অঙ্গীকার। এ জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।খুলনা মহানগর লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ এ এস এম সাইফুদ্দোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ টিপু সুলতানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিএনপির মহানগর সাবেক যুগ্ম আহবায়ক কে এম বদরুল আলম খান, দৈনিক আমার দেশের বূ্রো চীফ এহতেশামুল হক শাওন, ইউএনবির বুরোচীফ অধ্যাপক দিদারুল আলম, লেবার পার্টির দপ্তর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর আহ্বায়ক মোঃ মাসুম চৌধুরী, পিরোজপুর জেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াস হোসেন মাঝি, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম মিঠু, যশোর জেলা সদস্য সচিব মোঃ রাজ্জাকুল ইসলাম,যুবমিশন আহবায়ক সালমান খান বাদসা, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, খুলনা মহানগর লেবার পার্টির সহ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম মঈন,অধ্যাপক আবদুর রউফ, বিসিকের সাবেক পরিচালক কামরুল ইসলাম লাভলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓