পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোকর্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভার।শনিবার (২৬ জুলাই) সকালে পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়।র্যালি শেষে সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, জুলাই-আগস্টের এই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক সাহসী অধ্যায়। তরুণ সমাজকে এই ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং সেই চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। রোভার স্কাউটদের এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।আলোচনা সভায় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল প্রমুখ।আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন ও সমাজসচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন।