1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, ১৯ গ্রাম ঝুঁকিতে বিকল্প রুটের দাবি এলাকাবাসীর নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তরীক্বা চর্চার মাধ্যমে আমাদের আমিত্ব বিলীন হয়ে যায় -ছারছীনার পীর ছাহেব সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত — আহম্মদ সোহেল মনজুর রবিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তাবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই – ইলিয়াস হোসেন মাঝি নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে লেখক-সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার (২২ আগস্ট) বিকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি।এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় তার ছেলে ঋত সরকার বাবা নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। নৌ পুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায়।রমনা থানায় করা জিডির সঙ্গে বিভুরঞ্জনের যে ছবিটি পরিবার দিয়েছিল, তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানায় মুন্সীগঞ্জের পুলিশ।জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓