1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভান্ডারিয়ায় ডাব চোরের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন মেঘনায় রেললাইন নির্মাণে ক্ষতির শঙ্কা, ১৯ গ্রাম ঝুঁকিতে বিকল্প রুটের দাবি এলাকাবাসীর নেছারাবাদে বিয়ে ভেঙে যাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ার খোকসায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তরীক্বা চর্চার মাধ্যমে আমাদের আমিত্ব বিলীন হয়ে যায় -ছারছীনার পীর ছাহেব সবার আগে দল, দলের সিদ্ধান্তই চূড়ান্ত — আহম্মদ সোহেল মনজুর রবিবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তাবেদার রাষ্ট্র বানাতে দেয়ার জন্য জুলাই হয় নাই – ইলিয়াস হোসেন মাঝি নিখোঁজের পর মেঘনায় মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

ভান্ডারিয়ায় ডাব চোরের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা।শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান। পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে উঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার জানান, সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓