মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফুলপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার পৌরসভায় কার্যালয়ে এ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান,পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।