পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোঃ ইয়ামিন (১৬) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকা থেকে র্যাব-৮ বরিশালের একটি অভিযানিক দল ঢাকার র্যাব-৪ এর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতের নাম ইয়ামিন স্বরূপকাঠী উপজেলার খেজুরবাড়ি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রবিবার দিবাগত রাতে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ইয়ামিনকে একমাত্র আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, মামলার পর থেকে ইয়ামিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নেছারাবাদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।