1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে গোপন অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে : আহমেদ সোহেল মঞ্জুর সুমন আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাস থেকে এখনো বের হতে পারেনি: মীর সরফত আলী সপু গজারিয়া ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু আটক ফুলপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের সম্প্রতি কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গজারিয়া বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ- বাস ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধরা ৪টি বাস ভাঙচুর করে।শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে শতাধিক শিক্ষার্থী।এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টার দিকে সড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্রগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা ঢাকা-ফেনি রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।ওসি বলেন, অভিযুক্ত বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓