নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে এ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত ৮ হাজার বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এর মধ্যে বাংলা ও বিদেশি সাহিত্য, উপন্যাস, ছোটগল্প,রম্যরচনা, নাটক, আত্মজীবনী, বিজ্ঞান,দর্শন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, কম্পিউটার ও ভাষা শিক্ষাসহ নানান বিষয়ের বই স্থান পেয়েছে।এসময় আরও উপস্থিত ছিলেন, নাজিরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাখাওয়াত হোসেন, শিক্ষক,লেখক, সাংবাদিক সঞ্জীব কুমার রায়, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডল ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।প্রতিদিন দুপুর ১২ টা থেকে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৮ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, নাজিরপুর।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ উদ্যোগ স্থানীয়ভাবে পাঠাভ্যাস বৃদ্ধি করবে এবং বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করবে।