নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি যারা রাতের আঁধারে প্রশাসনের চোখের আড়ালে মাছ ধরছে এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আগামী ৫ বছরে ইলিশ মাছে স্বংসম্পৃর্ণ হবে। বিদেশেও ইলিশ রপ্তানি করতে পারবে। পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। মুন্সীগঞ্জের জন্য বড় ধরণের উন্নয়ন করা যাবে। শনিবার দুপুরে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিষিদ্ধ সময়ে “মা” ইলিশ মাছ ধরা, মজুদ, পরিবহন রোধে বিএনপি’র পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নদীতে নৌবহর ও মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন তিনি আরোও বলেন, আমার দলে কোন চাঁদাবাজ থাকতে পারবে না।রাতে গোপনে গোপনে ইলিশ ধরবে, সরকারের টেক্স ফাঁকি দেয়া ধনী ও ব্যবসায়ীদেও আমাদের দরকার নাই। আমরা জনগণের রাজনীতি করি, জনগনের সাথে আছি। আমরা জনগণের পাশে কল্যাণে কর্মসূচি পালন করি। জনগনও আমাদের পাশে থাকবে। তাই আমরা ইলিশ ধরবো না দেশেরও শত্রু হবো না।নদীতে নৌ বহর কর্মসূচি ও লৌহজং উপজেলার বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্ব সাধারণ মানুষ এতে অংশ গ্রহণ করেন।