পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের পরিসংখ্যান (APSS) এর ডাটা অনলাইনে এন্টি সংক্রান্ত প্রধান শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ডাক দিয়ে যাই হলরুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বক্তিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু নূর মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগ) পরিচালক মোঃ ইমামুল ইসলাম। প্রশিক্ষাণে জেলার ৭ টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।