1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক  পিরোজপুরে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলের কারাদণ্ড সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে যুব সমাবেশে অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন পিরোজপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পিরোজপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% বোনাস ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ নানা দাবী আদায়ের লক্ষ্যে আদর্শ শিক্ষক ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্তপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে অবকাশ মোড় হয়ে পুরাতন ঈদগাহ ময়দান এসে শেষ হয়।সভায় বক্তব্য দেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, আদর্শ শিক্ষক পরিষদের মাধ্যমিক শাখার জেলা সভাপতি আব্দুল কাদের, নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা নুরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের ভাণ্ডারিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক, নাজিরপুর উপজেলা সহকারী সেক্রেটারি প্রদীপ কুমার হালদার। এসময় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আজ আমাদের শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে যা শিক্ষকদের জন্য দুঃখজনক। দীর্ঘ ১৭ বছর শিক্ষকরা এইদেশে সবচয়ে বেশি বঞ্চিত ও অবহেলিত ছিল।বিশ্বায়নের এই যুগে আমরা যদি একটি উন্নত রাস্ট্র গঠন করতে চাই তাহলে আমাদের দরকার যোগ্য নাগরিক তৈরি করা, আর এই যোগ্য ও দক্ষ নাগরিক তৈরিতে সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন শিক্ষকারা। তাই এখানে যদি যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক না আসে তা হলে কাঙ্ক্ষিত মানের নাগরিক তৈরি করা সম্ভব নয়।আরও বলেন, যেহেতু শিক্ষকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এতোই কম যে এখানে মেধাবী শিক্ষার্থীরা আসতে চায়না।তাই আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের সম্মান জনক বেতনসহ ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার দাবীতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের উদ্দোগে আন্দোলন করে আসছি। আজ আমরা চলমান সকল আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমাদের শতভাগ দাবী সরকারকে মেনে নিতে হবে এবং নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহকে এমপিও ভুক্ত করতে হবে। আমাদের দাবী মানা না হলে শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ ঘোষণা করা হবে। আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা অবসরে যাচ্ছেন তারা ৩/৪ বছর পরেও অবসরের টাকা পায় না, তাহলে একজন শিক্ষক কিভাবে তার সংসার পরিচালনা করেন এটা অত্যন্ত বেদনাদায়ক। তাদের দাবী মানা না হলে কঠোর লাগতার কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓