মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটের সময় অর্থাৎ রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে ফুলপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদি এর দিকনির্দেশনায় এসআই শামীমের নেতৃত্বে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোঃ ইব্রাহিম (৫০), মোঃ তানভীর (২২), মুনসুর আলী (৬৭) ও মোঃ শফিকুল ইসলাম (২৯)। ইব্রাহিম বড় চিলাগাই গ্রামের মৃত নবি হোসেনের পুত্র, তানভীর একই গ্রামের হাফেজ মোঃ সিরাজুল ইসলামের পুত্র, মুনসুর একই গ্রামের মৃত উসমান মোড়লের পুত্র। এছাড়া শফিকুল ইসলাম ভাইটকান্দি গ্রামের আবু তাহেরের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল হাদি বলেন, আটক জুয়াড়ীদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।