1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর নাক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিবেশী।সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় ওই নারী সহ পুত্র নাঈম খান (২৬), পুত্রবধু ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত ওই নারীর পুত্রবধু প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই কন্যাদের নিয়ে ওই দিন সকালে পূর্ব থেকে ওৎ পেতে থেকে উপর্যপরি হামলা চালায়।এ সময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের উপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবী তাদের উপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেহ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুশি পাঠানো হয়েছিলো। মামলা দিলে মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓