1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু আটক ফুলপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের সম্প্রতি কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জেলা প্রশাসক আশরাফুল আলম খানকে বহাল রাখার দাবিতে মানববন্ধন পিরোজপুরে কৃষকদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় সেনা-পুলিশের যৌথ অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার ফুলপুরে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১

পিরোজপুরে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সচেতনতা, নীতি ও গণমাধ্যমের যৌথ প্রয়াসেই সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব-এমন মত প্রকাশ করেছেন বক্তারা। সুন্দরবন সংলগ্ন এলাকায় দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জার্নালিজম ফর সুন্দরবন’ কমিটির সভা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এর জেলা আহ্বায়ক ও পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট এস. এম. রেজাউল ইসলাম শামীম। সভা সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব খেলাফত হোসেন খসরু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, ইমাম হোসেন মাসুদ, খালিদ আবু, জিয়াউল হক, ইয়ুথ ফর সুন্দরবনের নেছারাবাদ আহ্বায়ক সুবর্ণা আক্তার, হাসিবুল ইসলাম ও মাসুম বিল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বর্জ্য গাছপালা, মাটি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আবার এসব পদার্থ পোড়ালে বায়ুদূষণ বাড়ে এবং শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। তারা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা এবং ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সভায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓