
পিরোজপুর প্রতিনিধি:
ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৫ তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার (১ ডিসেম্বর) আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আখেরী মুনাজাতের পূর্বে সমবেত লক্ষ লক্ষ ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। পীর ছাহেব কেবলা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং দেশের ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সামান্য ভুল সিদ্ধান্তেরও খেসারত জাতিকে যুগ যুগ ধরে দিতে হতে পারে। তিনি আরও বলেন, আমরা ইসলামী হুকুমত কামনা করি, তবে ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিরোধী কোনো ইজম বা ভাবধারা কখনোই সমর্থন করা যাবে না। ইসলামের সূচনালগ্ন থেকে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোঁয়ায় মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছে। ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের অবদানে সিক্ত। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, আপনারা আবেগে হুজুগে বাঙালি হবেন না। যথাসময়ে আমাদের পক্ষ থেকে নির্দেশনা পৌঁছে যাবে। তখন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন। পীর ছাহেব নিয়মিত জিকির, দরূদ, অজিফা ও আমলসমূহ আদায়ের পরামর্শ দেন এবং প্রতিটি মসজিদে সাপ্তাহিক তা’লিমী জলসা চালু করা ও জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পীর ভাইদের নিকট ওয়াদা গ্রহণ করেন।আখেরী মুনাজাতে অংশগ্রহণের জন্য হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ছারছীনা দরবার শরীফে আগমন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব আস সাইদানী। তাকে মাহফিলে উপস্থিত থাকার জন্য পীর ছাহেব কেবলা আন্তরিক মুবারকবাদ জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে আলজেরিয়াবাসীর বন্ধন ইসলামের।ভৌগোলিক দূরত্ব থাকলেও আমরা একই আদর্শে বিশ্বাসী-আহলুস সুন্নাত ওয়াল জামায়াত।তিনি ছারছীনার ছাত্রদের আলজেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার আশ্বাস দেন এবং সুবিধাজনক সময়ে পীর ছাহেব কেবলাকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান।বাদ জোহর মীলাদ শরীফ পাঠ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন পীর ছাহেব কেবলা। ‘আমীন আমীন’ ধ্বনিতে সম্পূর্ণ এলাকা মুখরিত হয়ে ওঠে। মাহফিলে আলোচনা করেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।এ ছাড়াও উপস্থিত ছিলেন, আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম, প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।