1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, নিচ্ছেন পরীক্ষা নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আজ মধ্যরাত বা কাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে ভেড়ামারার পরানখালী বাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাউখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে -ছারছীনার পীর ছাহেব ‎পিরোজপুরে নতুন পুলিশ সুপারকে মানবাধিকার কমিশনের ফুলেল শুভেচ্ছা ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত মদ সহ আটক ৩  

পিরোজপুরে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, নিচ্ছেন পরীক্ষা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বুধবার থেকে ঘোষণা করা কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাব পিরোজপুর জেলার স্কুল গুলোতে দেখা যায়নি। সহকারী শিক্ষকরা আন্দোলনের অংশ হিসেবে সোম ও মঙ্গলবার কিছু স্কুলে পরীক্ষা নেয়াসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকলেও তারা সময় মতন স্কুলে উপস্থিত থেকে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করছেন। তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে স্কুলের প্রধান শিক্ষকরা ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের সহযোগীতায় পরীক্ষাগুলো চালু রেখেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বের) কাউখালী উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সহকারী শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষক নেতারা জানান, তাদের তিন দফা দাবি বাস্তবায়নে সরকার যথাযথ পদক্ষেপ না নেয়ায় তারা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং কোনো বাধা সৃষ্টি করছেন না। তবে তারা আজকের পরীক্ষা নিচ্ছেন।কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, আন্দোলনরত সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন থাকলেও আমার স্কুলের সহকারী শিক্ষকরা প্রথম দিন থেকেই পরীক্ষা নিচ্ছেন। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় জানান, আন্দোলনরত সহকারী শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক হলেও শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন বন্ধ রাখে আন্দোলন করা যুক্তিযুক্ত না বলেন মনে করি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত যাতে না হয়, তাই আমরা পরীক্ষা স্থগিত না করে কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগীতায় পরীক্ষাগুলো চালিয়ে যাচ্ছি। তবে সহকারী শিক্ষকর আজকে (বৃহস্পতিবার) পরীক্ষা নিচ্ছেন।কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলন ও পরীক্ষা একসঙ্গে চালাতে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও সকলের সহযোগীতায় যথাসম্ভব স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পরীক্ষা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓