1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কাউখালীতে স্কুলের নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ লেনদেনের অডিও ফাঁস,পরীক্ষা স্থগিত!

  • প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।শনিবার (২৯ অক্টোবর) চারটি নবসৃষ্ট শূন্যপদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য বসত পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে এই চারটি পদে নিয়োগে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সমালোচনা শুরু করে।এই নিয়োগে ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রতিনিধির হাতেও এসেছে।জানা গেছে, শনিবার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চারটি নবসৃষ্ট শূন্যপদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।বৃহস্পতিবার রাতে এই নিয়োগে ঘুষ লেনদেনের সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে আয়া পদের প্রার্থী ডলির পিতা হারুন খান ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত তালুকদারের সাথে নিয়োগ পরিক্ষার আগে দুই লাখ টাকা ঘুষ লেনদেনের কথপোকথন শোনা যায়।আর এই পদে নিয়োগের জন্য তিনি ৬ লাখ টাকায় চুক্তি করেছেন বলে জানা যায়।যে সব পদে নিয়োগ হবে আগে থেকেই প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ঘুষ লেনদেনের মাধ্যমে বিদ্যালয়ের নিয়োগের চেষ্টা করছেন।এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেন অডিও ক্লিপ প্রকাশ হওয়ায় উক্ত নিয়োগ পরিক্ষা বাতিলের জন্য ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোঃ সাব্বির উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কম্পিউটার ল্যাব অপারেটর, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কের চারটি পদে নিয়োগের জন্য গত ১০ আগষ্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।নিয়োগ পরীক্ষা স্থগিতের কারণ জানতে চাইলে জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিদের্শনায় অনিবার্য বসত শনিবারের নিয়োগ পরিক্ষা বাতিল করা হয়েছে। তবে ঘুষ লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হান্নান মিয়া বলেন, জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শনিবারের চারটি পদের নিয়োগ পরিক্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শনায় ও নিয়োগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের খবর ছড়িয়ে পড়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেমায়েত তালুকদার বলেন,আমার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অডিওটি এডিট করে প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।আর নিয়োগের জন্য টাকা নেয়ার বিষয়ে অভিযোগ কারি ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির পর পর তিনটি সভায় উপস্থিত না থাকায় তার সদস্য পদ বাতিল করা হয়েছে।সাব্বির তার পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য আমাকে বললে আমি তাকে পরিক্ষায় যারা পাশ করবে তারাই নিয়োগ পাবে।এখানে অনিয়মের কোন সুযোগ নেই বলে আমি তাকে জানিয়ে দেই।এর জন্যই সাব্বির আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।নিয়োগের জন্য কোন টাকা লেনদেনের ঘটনা ঘটেনি।এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, নিয়োগ কমিটি বা প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত নয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগে অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।ঘুষ লেনদেন সংক্রান্ত একটি অডিও ক্লিপ নিয়ে বিতর্ক ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓