মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
আসন্ন ফুলপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে ৮ নং রূপসী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল ভাইস-চেয়ারম্যান এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান রবিবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রূপসী খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মিরাশ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এই মত বিনিময় সভায় রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।এই সময় বক্তারা বলেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ হাতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সমন্বয় এবং সুসম্পর্ক রয়েছে।এবং শত ব্যস্ততার মাঝেও সকলের খোঁজ-খবর রাখেন।আসন্ন ফুলপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে বিজয়ী করার আহ্বান জানান নেতাকর্মীরা।