1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, সঙ্গী ৮ জন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি

ফুলপুরে জাতীয় পতাকা উত্তেলন করার জন্য উপজেলা প্রশাসনের প্রচারণা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন আজ বেলা সাড়ে তিনটার দিকে ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দিবসে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা সঠিকভাবে, সঠিক সময়ে উত্তেলন করার জন্য ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পেইন করা হয়। দিউ বালিয়া মোড়, ফুলপুর হাসপাতালের সামনে, ফুলপুর সরকারী কলেজ রোড় মোড়, আমুয়াকান্দা বাজার, ফুলপুর বাসস্ট্যান্ড ও শেরপুর রোড মোড়সহ উপজেলার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করা হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি দল উক্ত জাতীয় পতাকা উত্তেলন ক্যাম্পেইন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো ফারুক আহমেদ, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস, সমাজ সেবা কর্মকর্তা মো: শিহাব উদ্দিন খান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মৌসুমী আক্তার, সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।উল্লেখ্য যে, ফুলপুরে বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তেলন খুবই নগন্য হয়। দেখলে মনে হবে যে, ওইদিন আমাদের দেশে কোন জাতীয় দিবস নেই।অথবা আমরা অন্য দেশে আছি।তাই আজ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সিদ্ধান্ত অনুসারে উক্ত ক্যাম্পেইন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোন দোকান পাঠ, কোন প্রতিষ্ঠান, সরকার ঘোষিত কোন জাতীয় দিবসে সঠিক ভাবে উত্তোলন করা না হয়, তা হলে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুসারে ব্যবস্থা নেওয়া হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓