রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন করেছেন উপজেলা মহিলা পরিষদের নেতারা।
শনিবার (১০ জুন)বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার,অ্যাডভোকেট হীরালাল কুন্ডু, প্রভাষক কুমকুম ভট্টাচার্য,ইউপি সদস্য মোঃ সাঈদ,মোঃ মাহফুজুর রহমান, নারী নেত্রী মাহফুজা মিলিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।মানববন্ধনে বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমা আফরোজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।