1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার গজারিয়া ৩ মাদক ব্যবসায়ী আটক ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে কিশোরের মৃত্যু কাউখালীতে জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে বাল্যবিয়ের অপরাধে বরের ৭ দিনের কারাদণ্ড আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই—আব্দুল আউয়াল মিন্টু মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির ৭ আসামি গ্রেপ্তার করেছে গোয়েন্দা রাজাপুরে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা পিরোজপুরে সেনা সদস্যকে কুপিয়ে আহত : গ্রেফতার-৩ রাঙ্গাবালীতে ইসলামী সুদমুক্ত ফাউন্ডেশনের আলোচনা সভা

ভান্ডারিয়ায় আওয়ালীগের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ জেপির ১০ নেতাকর্মী কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামীলীগের দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামলীগের শরীক দল জাতীয় পার্টির (জেপি, মঞ্জু) ১০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২২জুন) তারা জামিন আবেদন করলে পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর নোমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন ওই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয়পার্টির ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো.আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি জাহিদুর রহমান সরদার,পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ,যুব সংহতি নেতা মাসুদ সরদার, মঞ্জু সরদার, লিটন হাওলাদার,জাহিদুর রহমান হাওলাদার, মনির মাতুব্বর ও সাগর। মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের প্রায় ২৫ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আওয়ামীলীগ ২টি এবং জাতীয় পার্টি জেপি ১টি মামলা দায়ের করেন। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ওই আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহর জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা বৃহস্পতিবার পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন করলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন। পিরোজপুর কোর্ট পুলিশ পরিদর্শক বনি আমিন জানান,বৃহস্পতিবার (২২জুন)চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে, বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓