 
							
							 
                    
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন।শুক্রবার (৩০) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-প্রাইভেটকার চালক মিজান মিয়া (৩৫) ও যাত্রী আবুল বাশার মিয়া (৬০)।তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং বাশার ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান,গুড়ি গুড়ি বৃষ্টির সময় রংপুরগামী প্রাইভেটকার রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রী বাশার ও চালক মিজান গাড়িতেই আটকা পড়ে মারা যায়।তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান,নিহতদের লাশ থানায় রয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।