পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালক বিদ্যালয় সংলগ্ন টেম্পোষ্টান্ড এলাকা হতে কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া মোঃ সোহান (১৩) নামের এক ছেলে হারিয়ে গেছে। সে টেম্পোষ্টান্ড সংলগ্ন আব্দুল্লাহ টেলিকমের স্বত্বাধিকারীরা আব্দুল্লাহর ভাগিনা।সোহান রবিবার (৯ জুলাই)সকল ৮ টায় টেম্পোষ্টান্ডের নানার বাসা থেকে বাহির হয়ে ফিরে আসেনি।পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে খুঁজে না পাওয়ায় তার মামা কাউখালী থানায় এ সংক্রান্তে অবহিত করেছেন। কোন সহৃদয়বান ব্যক্তি ছবির ছেলেটির কোন সন্ধান জেনে থাকলে ০১৭১২৮৭৭৯৬০ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।