পিরোজপুরের মঠবাড়িয়ায় সোহাগ আকন (২৫) ও মেহেদী হাসান (২০) নামে দুই মাদক ব্যবসাীয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার(৮ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় ৬৫ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ উপজেলার পাঠাকাটা গ্রামের মোঃ স্বপন আকনের ছেলে এবং মেহেদী হাসান ধুপতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। থানা সূত্রে জানাগেছে, চলামান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই সিদ্দিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বড় হারজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ক্রেতা সেজে কৌশলে ১৫ পিচ ইয়াবাসহ সোহাগ আকনকে গ্রেপ্তার করে। অপর দিকে এসআই রাসেল মোল্লা সংগীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ সোনাখালী টেম্পু স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৫০ পিচ ইয়াবাসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বোরবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।