1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

স্বরূপকাঠিতে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে মালা পরানো পুলিশ কর্মকর্তা ক্লোজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফারজানা আক্তারকে ৫১৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী গাজী মিজানুর রহমানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান নেছারাবাদ থানায় কর্মরত এসআই মুজিবুল হক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার রাতে পুলিশ কর্মকর্তার মালা পরানোর ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নির্বাচনে ওই পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরাজিত প্রার্থী ফারজানা আক্তার। তিনি ওই পুলিশ সদস্যের শাস্তির দাবি জানিয়ে বলেন,নির্বাচনী দায়িত্ব পালন করতে পিরোজপুর থেকে আসা ইন্সপেক্টর মো.মহিবুল্লাহ ও নেছারাবাদ থানার এসআই মুজিবুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য নির্বচনী দায়িত্ব পালন করেন। নির্বাচনের সময় তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তিনি ওই সব পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন। এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মো. সফিউর রহমান জানান, নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, এখানে কেউ যদি তার ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করে থাকেন, তবে এটা তার একান্ত ব্যক্তিগত দায়। ইতোমধ্যে এ ঘটনায় এসআই মুজিবুল হককে পিরোজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রার্থী ফারজানা আক্তার লিখিত অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓