1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় ভেড়ামারায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন, নিচ্ছেন পরীক্ষা নেছারাবাদে আইডিয়াল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আজ মধ্যরাত বা কাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে ভেড়ামারার পরানখালী বাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাউখালীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে -ছারছীনার পীর ছাহেব

ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখমের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে শুক্রবার(২১ জুলাই) সকাল ১০ টায় মানসিক প্রতিবন্ধী লিটনকে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সচেতন এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিপুল সংখ্যক শান্তিপ্রিয় নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুলাই তারিখ সকাল ৭ টার সময় কদমতলায় ঠুনকো অজুহাতে মানসিক প্রতিবন্ধী লিটনের উপরে হামলা চালায় সন্ত্রাসী আলামিন ও রাসেল। এ সময় নিজ বাড়িতে প্রবেশ করে আত্মরক্ষা করে লিটন। পরবর্তীতে আবারও এ ঘটনার জের ধরে সকাল ১০ টার সময় গোলাপ নগর বাজারে জনৈক মিলনের দোকানের সামনে রাস্তার উপরে উক্ত আলামিন ও রাসেল লিটনের উপরে সর্বোচ্চ শক্তিতে পুনরায় হামলা চালায়। এ সময় উত্তেজিত রাগান্বিত হয়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে তার উপরে ধারালো অস্ত্র দিয়ে মাথা কোপ মারে। পরবর্তীতে তাকে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার বিষয়ে লিটনের পিতা হামন শাহ বাদী হয়ে ভেড়ামারা থানায় গত ৯ জুলাই তারিখে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নং ১০, তারিখ ০৯/০৭/২০২৩খ্রীঃ। এজাহার নামীয় আসামিদের মধ্যে বর্তমানে একজন জেল হাজতে এবং একজন জামিনে মুক্ত রয়েছে। এই বর্বরোচিত হামলার বিষয়ে উক্ত এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছেন। মানববন্ধন থেকে তারা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। এবং এ ধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে দায়িত্বশীল সবাইকে সজাগ হওয়ার জন্য অনুরোধ জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে কামরুল ইসলাম, আতিয়ার রহমান, আশিকুর রহমান বক্তব্য রাখেন।
গোলাপনগরস্থ মুকুল ক্লাব সংলগ্ন সড়কের উপরে এই দীর্ঘ শান্তি পূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓