ঝালকাঠির ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দা নামক স্হানে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্ততব ১৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন। শনিবার(২২ জুলাই) সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার
এসআই শাখাওয়াত হোসেন জানান, যাত্রীবাহী বাস দুর্ঘটনায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অন্তত ১৭ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ।৷ এই দুর্ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ভান্ডারিয়া থেকে বাসটি প্রায় ৫০ জনের মতে যাত্রী নিয়ে ঝালকাঠির দিকে যাচ্ছিল। ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।